রমজান উপলক্ষে ভোজ্যতেল ১১০ টাকা লিটারে বিক্রি হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আসন্ন রমজান মাস উপলক্ষে টিসিবির মাধ্যমে দেশের এক কোটি মানুষকে ১১০ টাকা লিটারে ভোজ্যতেল এবং কম দামে ডাল ও চিনি বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পাঁচ কোটি মানুষ সাশ্রয়ী মূল্যে এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

শনিবার রংপুর নগরীতে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস মিলনায়তনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্যোগে এক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তেলের দাম বাড়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিদেশে দাম বেড়ে যাওয়ায় দেশে ডাল, চিনি ও ভোজ্যতেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল প্রতি টন ৬শ’ ডলারের তেল এখন ১৩শ’ ডলারে বিক্রি হচ্ছে। শতকরা ৯০ ভাগ ভোজ্যতেল আমদানি করতে হয় বিদেশ থেকে।’

নির্বাচনের সময় জনগণের কাছে দেওয়া ইশতেহার বাস্তবায়ন করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনের আগে যেসব ওয়াদা করেছিল, ইশতেহার দিয়েছিল তার অনেকগুলো বাস্তবায়ন করেছে, কিছু করতে পারেনি। করোনা অতিমারির কারণে কিছু অঙ্গীকার বাস্তবায়ন করতে না পারলেও সরকার কাজ করে যাচ্ছে।’

মন্ত্রী স্বীকার করেন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে লাল ফিতার দৌরাত্ম্য আছে। তিনি নিজেও ব্যবসায়ী হিসেবে এর ভুক্তভোগী। তিনি বলেন, ‘এই আমলাতান্ত্রিক জটিলতা কবে দূর হবে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে।’

সংলাপে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা বিশিষ্টজনরা রংপুর অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন বৈষম্যের শিকার এমন অভিযোগ করেন। জবাবে মন্ত্রী বলেন, ‘রংপুর অঞ্চলে কর্মসংস্থানের অভাব রয়েছে। আমরা এসব সমাধান করার চেষ্টা করছি। পঞ্চগড়ে দেশের মোট চায়ের চায়ের ১৬ ভাগ উৎপাদন হওয়ার কথা। এখন প্রতি বছর ১৪ লাখ টন চা উৎপাদিত হচ্ছে। অচিরেই সেখানে চায়ের অকশন করার যাবতীয় কার্যক্রম শুরু করা হবে। কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়, লালমনিরহাটে অ্যারোনটিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করার কার্যক্রম শুরু হয়েছে। এসব হলে অনেকের কর্মসংস্থান হবে।’

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য রংপুরের জনগণ আন্দোলন করেছেন, আমি অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহায়তা করেছি। তবে এর আগের উপাচার্যের বিষয়ে অনেক কথা শুনেছি। সেখানে কেন উন্নয়ন কার্যক্রম থমকে আছে সেটা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধান করা হবে।’

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে তাদের ইশতেহারে দিন বদলের যুগান্তকারী কথা বলেছিল। যা তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষকে ভিষণভাবে আকৃষ্ট করেছিল। ইশতেহার হচ্ছে, জনগণের সঙ্গে রাজনৈতিক দলের চুক্তিনামা। এর মানে হলো, ক্ষমতায় গেলে জনগণের জন্য কী কী করবেন। এই লিখিত অঙ্গীকার বরখেলাপ করলে জনগণ ক্ষমা করে না। সে কারণে প্রতিটি রাজনৈতিক দলের উচিত, নির্বাচনের আগে দেওয়া ইশতেহার বাস্তবায়ন করা। রংপুর অঞ্চল চরম উন্নয়ন বৈষম্যের শিকার, বহুকাল ধরে তারা বঞ্চিত।’

রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘প্রত্যেক রাজনৈতিক দলের ইশতেহার থাকে, যা ঘোষণা করে নির্বাচনের আগে। তবে ক্ষমতায় যারা আসে তাদের দেওয়া ইশতেহার বাস্তবায়ন করা দরকার।’ রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য মন্ত্রীর সহায়তা কামনা করেন তিনি।

আরডিআরএস বাংলাদেশের হেড অফ ডেভেলপমেন্ট আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে আরও বক্তব্য দেন– নারীনেত্রী মুশফিকা রাজ্জাক, সনাক সভাপতি সদরুল আলম দুলু, সুজন জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আকবর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিনসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা বিশিষ্টজনরা।