অবৈধভাবে পণ্য মজুত করলে তা গুদামে পচবে: পরিকল্পনামন্ত্রী

খাদ্যপণ্যের মজুতদারদের সতর্ক করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘কেউ অবৈধভাবে পণ্য মজুত করলে তা গুদামে পচবে, বিক্রি করতে পারবে না।’ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সুনামগঞ্জে এক আলোচনা সভায় যোগ দেওয়ার আগে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে এ সময় মন্ত্রী বলেন, ‘নির্দেশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটি উদ্বেগের বিষয়। টিসিবির উদ্যোগে পণ্য বিক্রি চলছে। আমদানি পণ্যের শুল্ক না নেওয়ার ব্যবস্থা হচ্ছে। ব্যবসায়ীরা যাতে কোনও অসুবিধার শিকার না হন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি রুখতে পারলে পণ্যের দাম কিছুটা কমতে পারে।’

ব্যবসায় ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ইউক্রেনের সঙ্গে বাংলাদেশের তেমন বাণিজ্য নেই। যুদ্ধের অর্থনৈতিক প্রভাব দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। রাশিয়া আমাদের বন্ধু রাষ্ট্র। তাদের সঙ্গে বাংলাদেশের কিছু ব্যবসা রয়েছে। রাশিয়া বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। করোনার সময় এই প্রকল্পের কাজ বন্ধ ছিল না, এখনও থাকবে না।’