পদ্মার চরে দেখা দেওয়া চন্দ্রবোড়াকে পিটিয়ে মারলো গ্রামবাসী

ফরিদপুরের চরভদ্রাসনে ফসলি মাঠে একটি বিষধর চন্দ্রবোড়া সাপকে মেরে ফেলেছেন স্থানীয়রা। ফসলি মাঠে কাজ করতে গিয়ে সাপটিকে দেখে কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর টেঁটাবিদ্ধ করে সাপটিকে হত্যা করা হয়।

বুধবার (১৬ মার্চ) সকাল ১১টার দিকে পদ্মা নদী সংলগ্ন চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর এলাকায় সাপটিকে দেখা যায়। সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।

জানা যায়, পশ্চিম চরশালেপুর গ্রামের মৃত আদেল শেখের ছেলে মোশারফ (৪৩) ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য মাঠে আসেন। ক্ষেতে পৌঁছামাত্র সাপের গোংরানি শুনে চিৎকার করে ওঠেন তিনি। এ সময় আশপাশের কৃষক ও এলাকাবাসী তার চিৎকার শুনে ছুটে এসে সাপটিকে হত্যা করেন।

চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ব্যাপারী বলেন, ‘কয়েক বছর আগে বর্ষা মৌসুমে পাহাড় অঞ্চল থেকে পদ্মা নদী দিয়ে পানির সঙ্গে চন্দ্রবোড়া প্রজাতির বিষধর সাপ এসে চরাঞ্চলে বংশবিস্তার করে। এই সাপের দংশনে এলাকার অনেক মানুষ মারা গেছে। এখনও চরাঞ্চল জুড়ে মাঝে মাঝে এই সাপ দেখা যায়। তাই এর দংশন থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে।’