আগামী ৭ দিন ভারী বর্ষণে সুনামগঞ্জের নদ-নদীতে পানি বাড়ার আশঙ্কা

সিলেট পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী জানিয়েছেন, আগামী সাত দিন উজানে ভারী বর্ষণ হতে পারে। এ জন্য সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, বৌলাইসহ সব নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

রবিবার (১০ এপ্রিল) রাতে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, ভারতের আসাম এবং মেঘালয় ও চেরাপুঞ্জিতে আগামী সাত দিন ভারী বৃষ্টি ও বর্ষণ হতে পারে। এ সময় হাওরের ফসল রক্ষা বাঁধে বিশেষ নজর রাখতে হবে।

আরও খবর: ২৫ হাজার কৃষকের ফসল নষ্ট, ক্ষতিপূরণ দেবে কে?