ধানক্ষেতে ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে প্রাণ গেলো কৃষকের

খুলনার দাকোপে ধানক্ষেতে পেতে রাখা ইঁদুর মারার বিদ্যুতের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে পির আলী শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকালে দাকোপ পৌরসভার ছোট চালনা এলাকায় এ ঘটনা ঘটে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশরাফুল আলম বলেন, ‘পির আলী সকালে বাড়ির পাশের মাঠে তরমুজ ক্ষেতে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বোরো ক্ষেতে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পির আলী ওই গ্রামের মৃত ফুল মিঞার ছেলে।’

বিদ্যুতের ফাঁদের বিষয়ে জানতে চাইলে দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান বলেন, ‘ইঁদুর দমন করতে ধানক্ষেতে বিদ্যুতের লাইন টেনে নেন কৃষকরা। আমরা তাদের এ কাজে নিরুৎসাহিত করি। তবুও কয়েকজন না বুঝে এগুলো করেন। কৃষি অফিসের উদ্যোগে এ নিয়ে ফের সচেতনতামূলক সভার আয়োজন করা হবে।’