X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ক্যানসার ও ডায়াবেটিস প্রতিরোধক আলুর তিনটি জাত উদ্ভাবন

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
২০ মে ২০২৫, ০৮:০১আপডেট : ২০ মে ২০২৫, ০৮:০১

অধিক পুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন রঙিন মিষ্টি আলুর তিনটি জাত উদ্ভাবন করে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের একদল গবেষক। জাত তিনটি সাধারণ আলুর চেয়ে তিন গুণ বেশি ফলনশীল। প্রতিটি গাছে মিলবে এক থেকে দেড় কেজি আলু। ৯০ থেকে ১০০ দিনের মধ্যেই ফলন পাওয়া যাবে। চাষ করা যাবে সারা বছর। এসব আলু খাওয়ার ফলে ক্যানসার, ডায়াবেটিসসহ নানা রোগ প্রতিরোধে কাজ করবে বলে জানালেন গবেষক ও চিকিৎসকরা।

নতুন উদ্ভাবিত আলুর জাতগুলোর নাম হলো- ‘বাউ মিষ্টি আলু-৭, ৮ ও ৯’। গবেষক দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক এ বি এম আরিফ হাসান খান।

জাত তিনটি সাধারণ আলুর চেয়ে তিন গুণ বেশি ফলনশীল

গবেষক দল জানায়, পেরু থেকে বীজ এনে পাঁচ বছরের গবেষণায় বাজারে পাওয়া মিষ্টি আলু থেকেও অধিক পুষ্টি ও ওষুধি গুণসম্পন্ন নতুন রঙিন আলুর তিনটি জাত উদ্ভাবন করেছেন অধ্যাপক ড. আরিফ হাসান খান ও তার সহযোগী নবীন গবেষকরা।

এ বিষয়ে গবেষক অধ্যাপক আরিফ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের সদর দফতর পেরুর রাজধানী লিমা থেকে বীজ এনে পলিক্রস ব্রিডিংয়ের মাধ্যমে চারা উৎপাদন করা হয়। এরপর পাঁচ বছরের গবেষণায় মিষ্টি আলুর রঙিন তিনটি জাত উদ্ভাবন করা হয়। সেগুলো চাষ করে সফলতা পাওয়া যায়। উদ্ভাবিত জাতের আলুতে প্রচুর পরিমাণ অ্যান্থোসায়ানিন, কেরাটিন ও ফাইবার রয়েছে। এসব আলু দেখতে বেগুনি, কমলা ও গোলাপি রঙের। এগুলো নিয়মিত খেলে ক্যানসার, ডায়াবেটিসসহ নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। নতুন জাতের আলুগুলো কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’    

আলুর তিনটি জাত উদ্ভাবন করেছেন অধ্যাপক ড. আরিফ হাসান খান ও তার সহযোগী নবীন গবেষকরা

গবেষক দলের সহযোগীরা জানান, গবেষণাকাজের সঙ্গে জড়িত থেকে তারা অনেত ধারণা পেয়েছেন। সেইসঙ্গে গবেষণার প্রক্রিয়াও জেনেছেন। এই জাতের আলু সারা বছর চাষযোগ্য। ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ঘরে তোলা যায়। তিনগুণ বেশি ফলন পাওয়া যায়। এই আলুর চাষ ছড়িয়ে দিতে কাজ করছেন তারা। এই আলু চাষে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি দেশের পুষ্টি চাহিদা মেটাতে সহায়ক হবে।

আলুগুলো চাষ করে সফলতা পাওয়া যায়

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিনি ইউনিট-২-এর প্রধান ডা. খুরশেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উদ্ভাবিত নতুন জাতের মিষ্টি আলুগুলোতে প্রচুর পরিমাণ অ্যান্থোসায়ানিন, কেরাটিন ও ফাইবার থাকায় মানবদেহে ক্যানসার, ডায়াবেটিসসহ নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।’

/এএম/
সম্পর্কিত
হিমাগারে আলু সংরক্ষণের মূল্য নিয়ে দ্বন্দ্বের অবসান, ভাড়া নির্ধারণ
হিমাগার ভাড়া বাড়ানোর প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের বিক্ষোভ
জাগ দেওয়ার পানির সংকটে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক
সর্বশেষ খবর
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত: গয়েশ্বর চন্দ্র
‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
গোলটেবিল বৈঠকে বক্তারা‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ