রং নাম্বারে প্রেম, আপত্তিকর ভিডিও ধারণ করে হুমকি

রাজশাহী মহানগরীতে এক মাদ্রাসাছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদানের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কাকুড়া গ্রামে অভিযান চালিয়ে আসামিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম ফখরুল ইসলাম (২৭)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার কাকুড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, একটি মাদ্রাসার দ্বাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে আসামি ফখরুল ইসলামের মোবাইল ফোনে রং নাম্বারে কলের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কের সূত্র ধরে গত ৩০ ডিসেম্বর ফখরুল রাজশাহী এসে মেয়েটিকে বিয়ের করার কথা বলে সিলেটে তার ফুফুর বাড়ি নিয়ে যায়। সেখানে গিয়ে মেয়েটি জানতে পারে মোবাইল ফোনে ফখরুলের দেওয়া পারিবারিক তথ্যগুলো ছিল মিথ্যা। এ নিয়ে ফখরুলের সঙ্গে তার মনোমালিন্য সৃষ্টি হয়। তখন থেকে আসামি ফখরুল তার সঙ্গে খারাপ আচরণ শুরু করে। বিষয়টি মেয়েটি তার পরিবারকে জানায়।

এরপর মেয়েটির পরিবার তাকে বাড়িতে ফিরিয়ে আনে এবং ফখরুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। এদিকে প্রেমের সম্পর্ক থাকাকালে ফখরুল তার মোবাইল ফোনে তোলা মেয়েটির বিভিন্ন ছবি এবং হোয়াটস অ্যাপে কথা বলার সময় আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখে। গত ৭ এপ্রিল আসামি ফখরুল তার মোবাইলে ধারণ করা ওই ছবি ও ভিডিও মেয়েটির আত্মীয়-স্বজনদের কাছে পাঠায় এবং বলে, তার সঙ্গে সম্পর্ক না রাখলে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। এই অভিযোগে পরিপ্রেক্ষিতে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজুর পর পুলিশ আসামির অবস্থান শনাক্ত করে গ্রেফতারে অভিযান শুরু করেন।

সোমবার হবিগঞ্জ জেলার কাকুড়া গ্রাম থেকে আসামি ফখরুলকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির মোবাইল ফোন জব্দ করা হয়। ফোনে মেয়েটির আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া যায়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।