ময়মনসিংহ নগরীতে যানজটে চরম দুর্ভোগ

ময়মনসিংহ নগরীর বিভিন্ন পয়েন্টে যানজট চরম আকার ধারণ করেছে। গন্তব্যে পৌঁছাতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী।

মঙ্গলবার (১৯ এপ্রিল) নগরীর মেডিক্যাল কলেজ গেট, চরপাড়া মোড়, গাঙ্গিনাপাড়, জেলা স্কুল মোড়, নতুন বাজার মোড়, ত্রিশাল বাস স্ট্যান্ড, টাউন হলের মোড়, কাচারীঘাট মোড়সহ বিভিন্ন পয়েন্টে যানজট দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় এই যানজট আরও চরম আকার ধারণ করেছে। এতে ময়মনসিংহ মেডিক্যালে চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনরা পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে। চরপাড়া মোড়ে যানজটের কারণে অ্যাম্বুলেন্সে আসা রোগীরা সময়মতো হাসপাতালে প্রবেশ করতে পারছেন না।

নগরীর চরপাড়ার আবুল কাশেম বাংলা ট্রিবিউনকে জানান, সড়কে অতিরিক্ত অটোরিকশার কারণে সারাবছরই নগরীতে যানজট থাকে। তবে ঈদের আগে তা চরম আকার ধারণ করেছে। ১০ মিনিটের গন্তব্যে পৌঁছাতে আধা ঘণ্টার ওপরে সময় লাগছে।

20220418_160228কলেজশিক্ষিকা মলি আক্তার জানান, নগরীতে যানজটের কারণে শিক্ষার্থীরা সময়মতো স্কুল-কলেজের ক্লাসে পৌঁছতে পারছে না। স্কুল-কলেজ ছুটি হলেও সময়মতো তারা বাসায় ফিরতে পারছে না। এ নিয়ে শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে টেনশন কাজ করে।

জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম জানান, ময়মনসিংহ নগরীর এখন সবচেয়ে বড় সমস্যা যানজট। ঈদকে সামনে রেখে এই যানজট আরও বাড়ে। নগরবাসী স্বস্তিতে ঈদের কেনাকাটাহ অন্যান্য কাজ করতে পারেন না। এ বিষয়ে প্রশাসনের আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ময়মনসিংহ ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক আব্দুর রহিম বলেন, ‘নগরীর যানজট নিরসনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা রয়েছে। নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশা করা যাচ্ছে, নগরবাসী স্বস্তিতেই নগরীতে যাতায়াত করতে পারবেন।’