বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে আবারও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন আদমজী ইপিজেডের বেকা গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইলের শ্রমিকরা। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ১১টা থেকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-আদমজী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। দুপুর ১২টার দিকে তারা সড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক আছে।

বিক্ষোভরত শ্রমিকরা বলেন, ‘দফায় দফায় আমাদের সময় দিয়েও বকেয়া বেতনের টাকা পরিশোধ করেনি মালিক পক্ষ। তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এই টাকা আদায়ের দাবিতে আমরা সড়ক অবরোধ করেছি। তবে পুলিশ আমাদের বিক্ষোভে বাধা দিয়েছে।’ টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

শ্রমিক কুলসুম বেগম বলেন, ‘বেতনের টাকা না পেলে আমরা ঈদ করবো কীভাবে? সংসার চালাবো কীভাবে? টাকা নিয়ে মালিক পক্ষ টালবাহানা করছে। এ কারণে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’

জেলা শ্রমিক-কর্মচারী সংগঠনের নেতা জাহাঙ্গীর আলম গোলক বলেন, ‘এর আগেও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিলেন। পরে ১৩ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। এরপর ১৮ ও ২০ এপ্রিল দুবার সময় বেঁধে দেওয়া হলেও তারা কথা রাখেনি। উল্টো তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস না দিয়ে মালিক পালিয়ে গেছেন। এ কারণে শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।’

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বেকা গার্মেন্টের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমে সড়ক অবরোধ করে। তবে সড়ক অবরোধের ফলে যাত্রীদের সমস্যা হচ্ছিল। এজন্য তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে শ্রমিকরা সেখান থেকে চলে যান।’

বকেয়া বেতন আদায়ের ব্যাপারে তিনি বলেন, ‘শ্রমিকদের বকেয়া বেতন দেওয়ার ব্যাপারে মালিকপক্ষ এখনও কিছু জানায়নি।’

এ ব্যাপারে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের (অঞ্চল-৪) পুলিশ সুপার আসাদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

এর আগে ১৩ এপ্রিল একই দাবিতে ওই গার্মেন্টের শ্রমিকরা আন্দোলন করেন। পরে তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হয়।