উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত, প্রস্তুত আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে আজও বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বলবত রয়েছে। মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ৯টা থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মোংলা বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি খারাপ হলে করণীয় সব প্রস্তুতিও নিয়ে রেখেছে উপজেলা প্রশাসন, বন্দর ও পৌর কর্তৃপক্ষসহ বন বিভাগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, ‘সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ১০৩টি আশ্রয়কেন্দ্র এবং পর্যাপ্ত শুকনো খাবার।’

এদিকে অশনির প্রভাবে সোমবার পশুর নদীতে জোয়ারের পানি না বাড়লেও আজ স্বাভাবিকের তুলনায় বাড়বে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।