সয়াবিন তেল নিয়ে কারসাজি, ৮০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে  তিন সয়াবিন তেল ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ। শনিবার (১১ মে) দুপুরে পৃথক অভিযানে এ জরিমানা করা হয়।  

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস জানান, উপজেলার কলবাড়ি ও ফেরিঘাট এলাকায় পাকা রসিদ সংরক্ষণ ও সরবরাহ না করায় শাওন অ্যাগ্রো ফুড নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং বসুন্ধরা তেলের ডিলার জান্নাতী স্টোরকে মূল্য মুছে ফেলে নতুন মূল্যে তেল বিক্রি করায় ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এ সময় ২০০ লিটার সয়াবিন তেল ন্যায্যমূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।

এদিকে, জেলার মনোহারি পট্টিতে ব্যবসায়ী গৌতম চন্দ্র হালদারকে সয়াবিন তেল অবৈধভাবে মজুত করায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।