চসিকের সাবেক কাউন্সিলর মানিক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক এবং তার স্ত্রী তাহেরা কবিরের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১২ মে) দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে মামলা দুটি করেন।

আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে জানান, ‘তাদের কাছে অর্জিত সম্পদের হিসাব দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে দাখিলের জন্য নোটিশ করা হয়। কিন্তু তারা নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব দুদক কার্যালয়ে দাখিল করেননি। সম্পদের হিসেব দাখিল না করায় সাবেক চসিক কাউন্সিলর  আবুল ফজল কবির আহমেদ মানিক ও তার স্ত্রী তাহেরা কবিরের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়।’

এজাহারে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে সাবেক চসিক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিকের নামে এক কোটি ৭৫ লাখ টাকার স্থাবর, এক কোটি পাঁচ লাখ টাকার অস্থাবর এবং তার স্ত্রী তাহেরা কবিরের নামে ৫৫ লাখ টাকার স্থাবর, ২৫ লাখ ৭৮ হাজার টাকার অস্থাবর সম্পত্তির তথ্য পায় দুদক।