মজুত করে বেশি দামে তেল বিক্রি, লাখ টাকা জরিমানা

গাইবান্ধায় সয়াবিন তেল মজুত করে উচ্চ মূল্যে বিক্রির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বোতলজাত ৭০০ লিটার তেল জব্দের পর আগের দামে ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জেলা শহরের পুরাতন বাজার ও পুলবন্দি বাজারে এই অভিযান পরিচালনা করে গাইবান্ধা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং র‌্যাব-১৩। গাইবান্ধার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুস সালামের নেতৃত্বে অভিযানে অংশ নেন র‌্যাব-১৩ গাইবান্ধা কোম্পানি কমান্ডার আসিফ উদ-দৌলাহসহ বাজার পরিদর্শক কর্মকর্তারা। 

আব্দুস সালাম বলেন, ‘অভিযানের সময় দোকানের পরিবর্তে গুদামে তেল মজুত করে উচ্চমূল্যে বিক্রির সত্যতা পাওয়া যায় পাঁচটি প্রতিষ্ঠানে। এসব গুদাম থেকে ৭০০ লিটার বোতলজাত তেল উদ্ধার করা হয়। তেল মজুতের অপরাধে শুভ স্টোর, মায়া স্টোর, মেসার্স সমর সাহা, দুর্গা ভান্ডার ও দীপ ভান্ডারের মালিককে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে উদ্ধার করা তেল ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। এ ছাড়া পুলবন্দি বাজারের একটি গুদামে মজুত রাখা দুই কার্টন তেল জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযানের পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতায় মাইকিং করা হচ্ছে। জেলা-উপজেলার হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান চালু থাকবে।’