সীমান্তে যুবককে গুলি করে হত্যা, লাশ হস্তান্তর করেছে বিএসএফ

ভারতে অবৈধভাবে প্রবেশকালে খাসিয়াদের গুলিতে নিহত কবির হোসেন (৩২) নামে এক ব্যক্তির লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গত সোমবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় ভারতীয় সীমান্তে গুলিতে নিহত হন তিনি। ঘটনার পাঁচ দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে শনিবার (২৮ মে) সকালে বিএসএফ সদস্যরা বিজিবির কাছে কবির হোসেনের লাশ হস্তান্তর করে।

পরে বিজিবির সদস্যরা গোয়াইনঘাট থানা পুলিশের কাছে ওই যুবকের লাশ হস্তান্তর করে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত কবির হোসেন গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের চম্পকনগর গ্রামের আবদুল করিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, নিহত কবিরসহ একই গ্রামের বাসিন্দা সেলিম মিয়া ও কামিল মিয়া জাফলংয়ের মায়াবী ঝরনা এলাকা দিয়ে ভারত সীমান্তে প্রবেশ করছিলেন গত ২৩ মে।  তখন ভারতের খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের লক্ষ্য করে গুলি করলে কবির গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ওসি আরও জানান, গত বৃহস্পতিবার কবির হোসেনের লাশ মায়াবী ঝরনার পাশে ভারতীয় সীমান্তের ভেতরে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি বিজিবি সদস্যদের জানালে তারা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে লাশ ফিরিয়ে আনেন।