সাতক্ষীরায় বজ্রাঘাতে ২ জনের মৃত্যু

সাতক্ষীরায় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এবং রবিবার সকালে জেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

রবিবার সকাল ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর মাঠে বজ্রপাত হয়। এতে খেজুরডাঙ্গা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেনের (৪৫) মৃত্যু হয়। তিনি ওই মাছের ঘেরের মাটি কাটছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন।

এ ঘটনায় আহতরা হলেন– ওই গ্রামের আমের আলী সরদারের ছেলে এরশাদ আলী ( ৪৫),  মৃত ফটিক মল্লিকের ছেলে মহিদুল মজিদ (৪২), মৃত জোহর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন, (৫০), মৃত মোকসেদ সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫), এক্সক্যাভেটর চালক ঢাকার আমিন বাজার এলাকার আলাউদ্দিনের ছেলে আলী হোসেন (৩৪), তার সহযোগী লাভু মিয়ার ছেলে হুমায়ুন (৩০)। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এদিকে, জেলার দেবহাটা উপজেলার নারিকেলি গ্রামে বজ্রাঘাতে আবদুল লতিফ (৫২) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনায় মারা যাওয়া আব্দুল লতিফ একই এলাকার পিয়ার আলী গাজীর ছেলে।

মৃতের বড় ভাই আবুল কালাম জানান, শনিবার রাতে মাছের খাদ্য দেওয়ার সময় আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে ঘেরে আটকা পড়েন আবদুল লতিফ। এ সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানায় এসআই মো. মাজরিহা হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে মৃতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।