ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে একটি তিনতলা ভবনের পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তিলকপুর বাজারে এ ঘটনা ঘটে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি ছাদেকুল  ইসলাম (৩৫), পার্শ্ববর্তী উপজেলার দুর্গাপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিলকপুর বাজারে একটি তিন তলা ভবনের পলেস্তারার কাজ করছিলেন কয়েক জন নির্মাণশ্রমিক। ওই ভবনের সামনে দিয়ে ১১ হাজার কেভির বৈদ্যুতিক লাইন গেছে। সোমবার সকালে এসে নির্মাণশ্রমিকেরা ভবনের পলেস্তারার কাজ করছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত সাদেকুল ১১ হাজার কেভি লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করেন। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী কয়া শোবলা গ্রামের খাইরুল ইসলাম বলেন, ‘আমি ওই পথ দিয়ে নওগাঁ যাচ্ছিলাম। সাড়ে ১১টার দিকে একজন নির্মাণ ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা তাকে মাইক্রোবাসে তুলে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথে মাইক্রোবাসটি থামানো হয়। মাইক্রোবাসে থাকা সহকর্মীরা ছাদেকুল মারা গেছেন বলে জানান।’

আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান বলেন, ‘ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নির্মাণশ্রমিক মারা গেছেন। সহকর্মীরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। আদমদিঘী থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’