মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ছাত্রলীগ নেতাকর্মী হতাহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বিল্লাল খন্দকার (২২) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তমাল গুরুতর আহত হয়েছেন। তাকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলা সদরের তিলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল নাসিরনগর সদর ইউনিয়নের ইউসুফ মিয়ার ছেলে। তিনি সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, রাতে উপজেলা সদর থেকে নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তমালকে সঙ্গে নিয়ে  মোটরসাইকেলে তিলপাড়ায় যাচ্ছিলেন বিল্লাল। পথে তিলপাড়ার কাছাকাছি পৌঁছালে তাদের মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশে গভীর খাদে পড়ে যায়। পরে পথচারীসহ স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক বিল্লাল খন্দকারকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত তমালকে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

ছাত্রলীগ কর্মী বিল্লালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কলেজশিক্ষক নির্মল চৌধুরী জানান, নিহত বিল্লাল ছিল আওয়ামী পরিবারের নিবেদিতপ্রাণ। সে গতকালও সারাদিন সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের দাওয়াত কার্ড বিলি করেছে উপজেলা ছাত্রলীগের সভাপতি শুভকে নিয়ে। তার অকালে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। দুর্ঘটনার বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।