চাল মজুত করায় ১৬০০০০ টাকা জরিমানা

অতিরিক্ত চাল মজুত এবং খাদ্য অধিদফতরের লাইসেন্স না থাকায় খাগড়াছড়ি শহরের চার ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুন) এই অভিযান চালানো হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিলের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন।

অভিযানে শহরের বাজার মসজিদ রোডের মেসার্স হাজী শফি ট্রেডার্সকে ২০ হাজার টাকা, মেসার্স আজিজুল স্টোরকে ১০ হাজার, মেসার্স জনতা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং নূর জাহান ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও অনেক প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়।