রেলক্রসিংয়ে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৩

নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জের হাসনাবাদ রেলক্রসিংয়ে পিকআপভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী জানান, শনিবার (৪ মে)  দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার রেল ক্রসিং এ এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কালিহর মাইজপাড়া গ্রামের চান মিয়ার ছেলে সুজাত মিয়া (২৫), ধুলকর গ্রামের ইব্রাহিম খানের ছেলে আনিসুর রহমান (২৪), মেঘ শিমুল গ্রামের আব্দুর রশীদের ছেলে শাহীন (২৫)।

আহতরা হলেন– নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কালিহর মাইজপাড়া গ্রামের জলিল মিয়ার ছেলে শাহজাহান (২৭), একই গ্রামের কালা মিয়ার ছেলে আনোয়ারুল (২৫) এবং গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মাধিকাটি গ্রামের লুৎফর মুন্সির ছেলে সজীব (পিকআপ ভ্যানটির ড্রাইভার)। তারা সবাই পিকআপের যাত্রী।

জানা গেছে, হতাহতরা রাধাগঞ্জ এলাকায় একটি মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্কের খুঁটিনাটি কাজ সেরে ফিরছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেলক্রসিং পার হচ্ছিল একটি যাত্রীবাহী পিকআপ ভ্যান। সেটি রেললাইনের ওপরে উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি। এ সময় ঘটনাস্থলে দুই জন নিহত হন এবং চার জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে শাহীনের (২৫) মৃত্যু ঘটে। 

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী বলেন, ‘পিকআপটিতে চালকসহ মোট ছয় জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকিদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তিন জনের মরদেহ নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।’