টোলপ্লাজায় পিকআপ চাপায় প্রকৌশলী নিহত: চালক গ্রেফতার

বাগেরহাটে টোলপ্লাজায় প্রকৌশলী মো. মশিউর রহমানকে (৪২) চাপা দেওয়া পিকআপ চালককে ১২ দিন পর গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ জুন) রাতে মোল্লাহাট উপজেলার গাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার (এসপি) কেএম আরিফুল হক এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তির নাম মিজানুর রহমান (৩০)। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের এসকেন্দার আলীর ছেলে।

এসপি বলেন, ‘গত ২২ মে সকালে বাগেরহাট-চিতলমারী সড়কের মুনিগঞ্জ টোলপ্লাজায় বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী মো. মশিউর রহমানকে চাপা দিয়ে ব্যারিকেড ভেঙে পিকআপসহ পালিয়ে যান চালক। মশিউরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাগেরহাট থানায় মামলার পর শুক্রবার রাতে মোল্লাহাট উপজেলার গাওলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর স্বীকার করেছেন, তিনি ওই পিকআপের হেলপার। মাদক সেবন করে ওই সময় পিকআপটি চালাচ্ছিলেন তিনি। চালক ও অপর হেলপার পাশে বসে ছিলেন।’

এসপি আরও বলেন, ‘খুলনার তেরখাদা এলাকার একটি গ্যারেজ থেকে পিকআপটি জব্দ করেছে পুলিশ। মিজানুরকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’