‘আমরা কেউ সাক্কুর পক্ষে মাঠে নামিনি’

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে প্রচারণার অভিযোগে হামলার প্রতিবাদ করেছেন তৃতীয় লিঙ্গের মানুষরা। এ বিষয়ে তৃতীয় লিঙ্গের নেতা প্রেরণা হিজড়া বলেন, ‘আমরা কেউ মেয়র প্রার্থী সাক্কুর পক্ষে মাঠে নামিনি। যারা গেছেন তারা সেখানকার কর্মচারী। তারা সিটি করপোরেশন থেকে সুযোগ-সুবিধা পেয়েছেন। আর তারা হিজড়া নন। তারা কেউ ঝাড়ুদার, কেউ ড্রেন পরিষ্কার করেন।’

বুধবার (৮ জুন) কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান তৃতীয় লিঙ্গের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন– কুমিল্লার নাদিরা হিজড়া গুরু মা সংগঠনের নেতা নাদিরা হিজড়া, প্রেরণা হিজড়া, অনন্যা হিজড়া ও আঙ্গুরী হিজড়া।

সংবাদ সম্মেলনে হিজড়া নেতা নাদিরা বলেন, ‘গত ১ জুন কুমিল্লার কোটবাড়ি এলাকায় মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে পাঁচ-ছয় জন হিজড়া নাচ-গান করে প্রচারণা করে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে সবাই ভাবতে থাকে হিজড়ারা সাক্কুর পক্ষে। তাই আমরা বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছি। সবাই আমাদের বলে, আমরা নাকি সাক্কুর লোক। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই। আমরা কারও লোক নই। আমরা রাজনীতি করি না, পেটনীতি করি।’

তিনি আরও বলেন, ‘আমরা কারও পক্ষে-বিপক্ষে যেতে চাই না। মানুষের কাছে হাত পেতে খাই। আমরা এটাই করবো। তবে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমাদের “তৃতীয় লিঙ্গ” হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমরা থাকলে তার পক্ষে থাকবো।’