যমুনার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং প্রবল বর্ষণে জামালপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পারস্থিতির অবনতি হয়েছে। শনিবার (১৮ জুন) দুপুর ১২টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়নে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বন্যাকবলিত ইউনিয়নগুলো হলো– দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি এবং ইসলামপুর উপজেলার বেলগাছা, পাথর্শী, নোয়ারপাড়া, কুলকান্দি, সাপধরী ও চিনাডুলী। এসব এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেলেও বাড়ি-ঘরে এখনও পানি ওঠেনি। তবে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের বেশ কিছু এলাকায় বাড়িঘরে বন্যার পানি প্রবেশ করায় ৫০টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জাকিয়া সুলতানা বলেন, ‘বন্যার পানিতে এ পর্যন্ত ৫০৪ হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়েছে। এর মধ্যে রয়েছে– আউশ ধান ৬৪ হেক্টর, পাট ৩৭০ হেক্টর, শাকসবজি ৫৯ হেক্টর এবং কাঁচা মরিচ ১১ হেক্টর।’

জামালপুরের জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন,  ‘দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের বন্যাকবলিত ৫০টি পরিবারকে রেলওয়ে স্কুলের আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে।’

তিনি আরও জানান, বন্যাকবলিত এলাকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়াও বন্যাদুর্গতদের জন্য আগাম ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে।