পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদে অভিযান

চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আজ শনিবার (১৮ জুন) রাতের মধ্যে সরে যেতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ বার্তা পৌঁছে দিতে বিভিন্ন পাহাড়ে জেলা প্রশাসন এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। রবিবার সকাল থেকে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদে অভিযান চালানো হবে।

শনিবার বিকালে নগরীর আকবর শাহ থানা এলাকায় পাহাড় ধসে নিহতদের স্থান দেখতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ সিটি করপোরেশন কর্মকর্তারা এ সিদ্ধান্ত নেন। 

এদিকে, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিদের সরিয়ে নিতে নগরীতে ১৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

জেলা প্রশাসনের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী বলেন, ‘যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নেবেন তাদের জন্য ফ্রি খাবার ও নাশতার ব্যবস্থা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কতজন আশ্রয় কেন্দ্রে গেছেন তা জানা যায়নি। রবিবার আকবর শাহ এলাকার ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের উচ্ছেদ করার মধ্যে দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হবে। পর্যায়ক্রমে নগরীর সবকটি পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করা হবে।’

তিনি জানান, উচ্ছেদের পাশাপাশি এসব অবৈধ বসতঘর থেকে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে।