X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘মাটিকাটার ডাম্পার জব্দ করায় বিট কর্মকর্তাকে হত্যা করে পাহাড়খেকোরা’

কক্সবাজার প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৪, ১৬:৫২আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:৫২

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে আলোচিত ও চাঞ্চল্যকর বন বিভাগের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারী কামালসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল ও দেশে তৈরি একটি রিভলভার উদ্ধার করা হয়।

সোমবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড ও উখিয়ায় অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব অধিনায়ক বলেন, ‘গত ৩১ মার্চ ভোররাতে উখিয়া উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে অভিযানে নেতৃত্বদানকারী বন বিভাগের কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে পাহাড়খেকো মাটি পাচারকারী চক্র ডাম্পার ট্রাকের চাপায় হত্যা করে। এ ঘটনায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পরপরই র‌্যাব পাহাড়ের মাটি পাচারকারীদের বিরুদ্ধে তদন্তে নামে।

‘এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি দল হত্যার মূল পরিকল্পনাকারী মো. কামালকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এবং হত্যার সহযোগী হেলালকে কক্সবাজারের উখিয়া কোটবাজার এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানিয়েছে, পাহাড়খেকো মাটি পাচারকারীদের বিরুদ্ধে পরপর পাঁচটি অভিযান পরিচালনাসহ বেশ কয়েকটি ডাম্পার ট্রাক জব্দ এবং মামলা করায় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে ডাম্পার ট্রাকের চাপা দিয়ে হত্যা করে।’

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, সোমবার রাতে র‌্যাবের আরেকটি টিম কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র এবং ৯ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন জায়গায় ভাড়াটে হিসেবে  ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

উল্লেখ্য, গত ৩১ মার্চ ভোররাত সাড়ে ৩টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল পাহাড়খেকো। খবর পেয়ে বনবিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলসহ কয়েকজন বনকর্মী সেখানে যান। এ সময় তিনিসহ মোটরসাইকেল আরোহী দুই জনকে পাচারকারীদের মাটিভর্তি ডাম্পার ট্রাক চাপা দেয়। এতে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থলে মারা যান এবং মোহাম্মদ আলী নামে এক বনরক্ষী আহত হন।

 

/এমএএ/
সম্পর্কিত
টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে ডাকাতদের গোলাগুলি: আগ্নেয়াস্ত্র ও অপহৃত যুবক উদ্ধার
‘পাহাড়ি ফল আমাদের ভবিষ্যৎ অর্গানিক খাদ্যের প্রতিচ্ছবি’
চট্টগ্রামে ইউপিডিএফ সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে