আগুনে পুড়লো মালামালসহ ৩৫ বসতঘর

গাজীপুরের কালিয়াকৈরে আগুনে ৩৫টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (৮ জুন) সকাল ৬টার দিকে উপজেলার চন্দ্রা (হাজী বাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, সকাল আনুমানিক ৬টায় হাজীবাড়ী এলাকার দুলাল হোসেনের বাড়িতে আগুন লাগে। টিনশেড ও ঘনবসতি হওয়ায় আগুন মুহূর্তের মধ্যে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভাতে না পেরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই এলাকার ৩৫টি বসতবাড়ির আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।