বগুড়ায় যমুনার পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপরে

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে প্রবাহিত যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে চরাঞ্চলের বাড়িঘর ও ফসলি জমিতে পানি প্রবেশ করছে।

শনিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে পানি ৪২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পাশের সোনাতলা ও ধুনট উপজেলার চিত্রও একই।

গত দুই দিন ধরে পানি বৃদ্ধি পাওয়ায় সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, বোহাইল, কাজলা, চন্দনবাইশা, সারিয়াকান্দি সদর, হাটশেরপুর, কুতুবপুর ও কামালপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় ধান, মাশকলাই, মরিচ, ভুট্টাসহ বিভিন্ন ফসলি জমিতে পানি প্রবেশ করেছে।

অপরদিকে, সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানি বাড়ায় চর গোদাগাড়ী, নিজবরুরবাড়ি গ্রামের নদীতীরে ভাঙন দেখা দিয়েছে। ওইসব এলাকায় রাস্তা ভেঙে পাশের বিলে বন্যার পানি ঢোকার উপক্রম হয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনা নদীতে আরও দু-তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।