পদ্মার দুই বাগাড় ৪৭ হাজারে বিক্রি

রাজবাড়ীর দৌলতদিয়ার বাহিরচর এলাকায় পদ্মা নদীতে ৩৯ কেজি ওজনের দুটি বাগাড় মাছ ধরা পড়েছে। রবিবার (১৯ জুন) মধ্যরাতে মাছ দুটি ধরা পড়ে।

৫নং ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ  বলেন, ‘সকালে আমি খবর পাই, পদ্মায় বড় সাইজের দুটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে সকাল ৯টার দিকে দৌলতদিয়ার আনু খাঁর আড়ত থেকে প্রতি কেজি ১১শ’ টাকা দরে ৪২ হাজার ৯শ’ টাকা দিয়ে মাছ দুটি কিনি। পরে আমার আড়তে এনে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে ১২শ’ টাকা কেজি দরে ৪৬ হাজার ৮শ’ টাকায় বিক্রি করেছি। আমার প্রতি কেজিতে ১শ’ টাকা করে লাভ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলেদের জালে বড় সাইজের বিভিন্ন মাছ ধরা পড়ছে।’