বন্যার পানিতে বিদ্যুতের তার, প্রাণ গেলো যুবকের

জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়না মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, সোমবার (২০ জুন) বিকালে উপজেলার সদর ইউনিয়নের গংগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ময়না গংগাপাড়া গ্রামের ধলা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টার দিকে বাড়ি পাশে বন্যার পানিতে ভেসে যাওয়া খালে মাছ ধরতে গিয়েছিলেন ময়না। ওই পানিতে ছিঁড়ে পড়ে ছিল বিদ্যুতের তার। ময়না পানির সংস্পর্শে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। স্থানীয়দের খবরে বিদ্যুৎ অফিসের লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে স্বজনরা ময়নাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আবাসিক মেডিক্যাল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আরিফুর রহমান।