কুকুরের কামড়ে আহত শতাধিক, হাসপাতালে ভ্যাকসিন সংকট

ঝালকাঠিতে কুকুরের কামড়ে দুই দিনে পুলিশ, শিশু ও বৃদ্ধসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার দুপুর পর্যন্ত কমপক্ষে ৫০ জন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে র‌্যাবিস ভ্যাকসিনের সংকটে তাদরে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়, কুমারপট্টি সড়ক, সাধনার মোড় ও চাঁদকাঠিসহ শহরতলির বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশু, বৃদ্ধসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।

শহরের কাঠপট্টির তপন গুহ ও কামার পট্টির অরুণ পাল জানান, হঠাৎ পেছন থেকে কুকুর এসে পায়ে কামড় দিয়েছে। হাসপাতালে প্রতিষেধক র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহ না থাকায় গরিব রোগীদের ফার্মেসি থেকে এক হাজার টাকায় তা কিনতে কষ্ট হচ্ছে। অনেকেই আর্থিক সংকটে টিকা না দিয়েই চলে গেছেন বলে খবর পাওয়া গেছে। কারণ আক্রান্তদের মধ্যে অধিকাংশই গরিব ও অসহায়। এক হাজার টাকায় টিকা কেনার সাধ্য নেই অনেকেরই।

এদিকে, ঝালকাঠি সদর হাসপাতালে জলাতঙ্ক প্রতিষেধক র‌্যাবিস টিকা সংকট থাকায় আহতরা বিপাকে পড়েছেন। বাইরে থেকে ভ্যাকসিন কিনে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. আবু আল হাসান জানান, দুই দিনে কুকুরে কাটা রোগীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ায় র‌্যাবিস ভ্যাকসিন সরবরাহে সংকট রয়েছে। তবে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওষুধ লিখে দেওয়া হচ্ছে।