পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা ফাঁকা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সীমানাধীন পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজা অনেকটাই ফাঁকা। স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। মঙ্গলবার (২৮ জুন) সকাল থেকেই সেতুর উত্তর প্রান্তে এমন চিত্র দেখা যায়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়লেও টোলপ্লাজায় যানজট কিংবা কোনও যানবাহনকে অপেক্ষায় থাকতে দেখা যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিয়তই মাইকিং করছে ও সেতুতে টহল দিচ্ছে।

সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, বাস, ট্রাক, প্রাইভেটকারসহ অন্যান্য ভারী যানবাহন যথারীতি পারাপার হচ্ছে। বর্তমানে গাড়ির কোনও চাপ বা যানজট নেই মাওয়া প্রান্তে। তবে কিছু কিছু পিকআপে করে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

এদিকে পুলিশ, আর্মিসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের তদারকি অব্যাহত রেখেছে।

লৌহজং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার সকাল থেকে সেতুতে ঠিকঠাক মতো যানবাহন পারাপার হচ্ছে। মূলত মোটরসাইকেলের কারণেই সেতুতে যানজট বা বিশৃঙ্খলা হয়। মোটরসাইকেল চলাচল এখন নেই। সে জন্য সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচল করছে। পুলিশের টিম সার্বক্ষণিক টহলে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি।