বাসা ভাড়া নেওয়ার কথা বলে বৃদ্ধাকে হত্যা

ঢাকার সাভারে বাসা ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে ঢুকে হাজেরা বেগম নামে এক (৬৫) বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে চুরি বা লুটের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে মনে করা হয়েছিল। পরে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির একটি দল। বুধবার (২৯ জুন) সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম এ তথ্য জানান।

মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার বিনোদবাইদ মহল্লায় ওই বৃদ্ধার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

বাড়ির দারোয়ান সাইদুল জানান, দুপুর ৩টার দিকে বোরকা পড়ে এক নারী বাসা ভাড়া নেওয়ার জন্য আসেন। সাইদুল তাকে চারতলায় বাড়ির মালিক হাজেরা বেগমের ফ্লাটে নিয়ে যান। সে সময় বাড়ির মালিকের সঙ্গে কথা আছে বলে কৌশলে দারোয়ানকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এর প্রায় এক ঘণ্টা পর দারোয়ান ওই ফ্ল্যাটে গিয়ে দরজা খোলা দেখতে পেয়ে ভেতর ঢুকে ওই বৃদ্ধার হাত-পা বাঁধা দেখতে পান। পরে তার বাঁধন খুলে ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

সাভার থানার ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল চুরি বা লুট করার জন্য ওই নারীকে হত্যা করা হয়েছে। পরে সিসিটিভির ফুটেজ দেখে চুরি বা লুটের কোনও বিষয় পাওয়া যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।’