পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পার করার সময় দুটি ট্রাক আটক

পদ্মা সেতু দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল পার করার সময় দুটি ট্রাক আটক করেছে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা সংলগ্ন উত্তর থানা গোল চত্বর থেকে ট্রাক দুটি আটক করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ তিন জনকে আটক করা হয়।

সরেজমিন দেখা গেছে, বুধবার সকাল থেকে শত শত মোটরসাইকেল ট্রাকে করে সেতু পার হয়েছে।

মোটরসাইকেল আরোহীরা অভিযোগ করে বলেন, ‘সরকারের নির্দেশ অনুযায়ী, আগামীকাল থেকে মোটরসাইকেল এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ করতে পারবে না। তবে আজ আমরা বাড়ি যাওয়ার জন্য বের হয়েছি। এখানে সেতু দিয়ে পার হতে পারছি না, আবার ফেরিও বন্ধ। আমরা এখন কী করবো? বাধ্য হয়ে একটি মোটরসাইকেলের জন্য এক হাজার দুইশ’ টাকা দিয়ে ট্রাকে করে সেতু পার হওয়ার চেষ্টা করছি। এখন পুলিশ এসে সেই ব্যবস্থা বন্ধ করে দিয়েছে।’

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, সেতুতে মোটরসাইকেল পার হওয়া নিষেধ থাকলেও কিছু ট্রাক আইন অমান্য করে মোটরসাইকেল পার করছিল। আমরা সেগুলো বন্ধ করে দিয়েছি। এই ঘটনায় দুটি ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারসহ তিন জনকে আটক করে জরিমানা করা হয়েছে।’

ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. ওয়ালিদ জানান, সরকারি আদেশ অমান্য করায় তাদের দুই জনকে পাঁচ হাজার ও একজনকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।