ময়মনসিংহ মেডিক্যালে ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় ফিরোজা বেগম (৮২) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত ফিরোজা বেগম শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।

তিনি আরও জানান, আইসিইউতে চিকিৎসাধীন তিন জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪১ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৬১ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। সংক্রমণের শতকরা হার ১১। জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ২৭ হাজার ৩৯৮ জন, সুস্থ হয়েছেন ২৬ হাজার ৮৬৩ জন।