খামারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ২ জনের

নাটোরে হাঁস-মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সোমবার (৮ আগস্ট) সকালে ও বেলা ১১টার দিকে জেলার সিংড়া ও লালপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়।

মৃত দুজন হলেন– লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকার ফুলবাড়ি গ্রামের সমর শিলের স্ত্রী রিনা রাণী শিল (৪৮) এবং সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের ছাতুয়া গ্রামের মছির উদ্দিনের ছেলে ইমান আলী (৬৫)।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, সোমবার সকালে জমি দেখে বাড়ি ফিরছিলেন কৃষক ইমান আলী। রাস্তার পাশে একই গ্রামের রমজান আলীর ছেলে কালাম হোসেনের হাঁসের খামারের চারপাশে তারকাটায় বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। সে সময় ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইমান আলীর মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

অপরদিকে, লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, রিনা রাণীর বাড়িতে মুরগির খামার আছে। সোমবার বেলা ১১টার দিকে ওই খামারে কাজ করতে গিয়ে আগে থেকেই শর্টসার্কিট হওয়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।