ধ্বংস করা হলো প্রায় ৬ কোটি টাকার মাদক

জামালপুরে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৫ বিজিবি ৫ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৫৪১ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। এ উপলক্ষে ররিবার দুপুরে জামালপুরে ৩৫ বিজিবি প্রশিক্ষণ মাঠে মাদক ধ্বংস অনুষ্ঠান করা হয়।  

এ সময় এক লাখ ৫৮ হাজার ২০০ পিস ইয়াবা, ৬ হাজার ৩৩৩ বোতল বিভিন্ন প্রকার মদ, ৫৩ কেজি গাঁজা, ৪৬৪ বোতল ফেনসিডিল, দুই গ্রাম হেরোইন, ৩৭১ পিস সেনেগ্রা ট্যাবলেট এবং তিনটি নেশাজাতীয় ইনজেকশন ধ্বংস করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসীর মামুন পিএসসি।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস) জাহিদুল ইসলাম, চর রাজিবপুরের (কুড়িগ্রাম) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত চক্রবর্তী, জামালপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ, কুড়িগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান ও জামালপুর জেলা প্রেস ক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, কুড়িগ্রাম ও জামালপুর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ এবং পরিবেশ অধিদফতরের প্রতিনিধিরাসহ আরও অনেকে।