লাখো পর্যটকের অপেক্ষায় খাগড়াছড়ি

আগামীকাল বৃহস্পতিবার শুভ জন্মষ্টমী। এরপর শুক্র ও শনিবারসহ টানা তিন দিনের ছুটি। আর এই ছুটিতে খাগড়াছড়িতে বেড়াতে আসছেন বহু পর্যটক। বুকড হয়ে গেছে খাগড়াছড়ি ও সাজেকের প্রায় সব হোটেল-মোটেল। এতে খুশি পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া বলেন, ‘সবুজ পাহাড়, নদী, ঝরনা, সবুজের বুক চিরে বয়ে যাওয়া সর্পিল পথ সব সময় হাতছানি দেয় পর্যটকদের। টানা তিন দিনের বন্ধে পর্যটক আগমনে মুখরিত হবে খাগড়াছড়ি ও সাজেকের সব পর্যটন স্পট। প্রায় দুই শতাধিক হোটেলের অগ্রিম বুকিং হয়েছে। ধারণা করা যায়, ভালোই ব্যবসা হবে পর্যটন সংশ্লিষ্টদের। আমরা পর্যটকদের বেড়ানোর প্রত্যেকটি স্থান সুন্দর ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করেছি। আর পর্যটকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েনের কথা বলেছি।’

সবুজ পাহাড়, নদী, ঝরনা, সবুজের বুক চিরে বয়ে যাওয়া সর্পিল পথ সব সময় হাতছানি দেয় পর্যটকদেরখাগড়াছড়ি শহরের অরণ্য বিলাস হোটেলের মালিক স্বপন চন্দ্র জানান, অনেক পর্যটক আসবে ছুটিতে এজন্য তারা খুবই আনন্দিত। তাদের প্রায় সব হোটেল বুকড আছে। তিন দিনে এক লাখের মতো পর্যটক আসবেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, পর্যটকদের ভ্রমণ ও অবস্থানকালে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। তিন স্তরে নিরাপত্তা ব্যাবস্থা থাকবে।’ পর্যটকদের নিরাপত্তাহীন বোধ করার কোনও কারণ নেই বলেও জানান করেন তিনি।