ক্ষতিকর দ্রব্য মিশ্রিত ১৫ হাজার কেজি গুড় জব্দ

ক্রেতাদের আকর্ষণ বাড়াতে ক্ষতিকর দ্রব্য মিশিয়ে তৈরি হচ্ছিল গুড়। এমনই এক আড়তে অভিযান চালিয়ে ১৫ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা কার্যালয়। বাজার তদারকির ওই অভিযানে অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ক্ষতিকর দ্রব্য মিশিয়ে তৈরি হচ্ছিল গুড়অভিযানে ভোক্তা অধিকারের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জরিমানা করেন। তিনি জানান, নাটোর র‌্যাব অফিসের একদল সদস্যর সহযোগিতায় রবিবার দুপুরে শহরের উত্তর বড়গাছা বাজারের ফয়সাল গুড় ভান্ডারে এই অভিযান চালানো হয়। অভিযানে ১৫ হাজার কেজি গুড় ছাড়াও ১০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি, ২ কেজি হাইড্রোজ এবং ২৫০ গ্রাম ডালডা জব্দ করা হয়। এ সময় জব্দ মালামাল ধ্বংস করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।