তালাকের পর ক্ষোভে ঘটককে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রী তালাক দেওয়ার পর ক্ষোভে ঘটককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দিগড় ইউনিয়নের মাইদারচালা গ্রামে এ ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে।

নিহত ঘটকের নাম আব্দুল জলিল (৬৫)। মাইলচারা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত যুবকের নাম আলমাস (২৫)। তিনি একই গ্রামের শহিদুলের ছেলে। এ ঘটনার পরপরই পুলিশ আলমাসকে আটক করেছে।

নিহতের ভাগনে আব্দুল বাছেদ বলেন, ‘মাইদারচালা গ্রামের করাতকল শ্রমিক আলমাস তিনটি বিয়ে করেন। এরপর আমার মামা আব্দুল জলিলের ঘটকালীতে ২০১৯ সালে রসুলপুর ইউনিয়নের প্যাঁচারআটা গ্রামে তাকে আবারও বিয়ে দেওয়া হয়। সে বিয়েও ২০২১ সালে ভেঙে যায়। এ নিয়ে আলমাসের মাঝে ক্ষোভ সৃষ্টি। সেই ক্ষোভ থেকেই আমার মামাকে সে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।’

ঘাটাইল থানার ওসি বলেন, ‘নিহতের লাশ ও হত্যায় ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আলমাসকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’