চট্টগ্রামে আরও ২৬ জন ডেঙ্গু আক্রান্ত

চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ২৬ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২২ জন এবং বেসরকারি হাসপাতালে চার জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার পর্যন্ত চলতি মাসে ৩৩৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসে মারা গেছেন তিন জন।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলার চেয়ে নগরীতে ডেঙ্গু সংক্রমণ বেশি। ডেঙ্গু থেকে বাঁচতে সচেতন হতে হবে। লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘এডিস মশা থেকে ডেঙ্গু রোগ ছড়ায়। এ কারণে আমরা সিটি করপোরেশনসহ বিভিন্ন সংস্থাকে চিঠি দিয়ে মশা নিধনের বিষয়ে তাগাদা দিয়েছি।’