চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিফতাহুল জান্নাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়। চট্টগ্রামে ডেঙ্গুতে এ নিয়ে মোট চার জনের মৃত্যু হলো।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। বাকিরা চিকিৎসাধীন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২২ জন এবং বেসরকারি হাসপাতালে ১১ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। চলতি বছর বুধবার পর্যন্ত ৫৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।