দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে উপহার বিতরণ

চুয়াডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে উপহার সামগ্রী বিতরণ করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য (এমপি) আলী আজগার টগর। চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও জীবননগর উপজেলার ৫৮টি মন্দিরে বস্ত্র এবং অর্থ সহায়তা হিসেবে এসব উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির বিষদাঁত ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার। এখন সব ধর্মের মানুষের মিলনে আমরা আজ এক বাংলাদেশ, বাঙালি। একসময় এ অঞ্চলে পূজা মণ্ডপের সংখ্যা অনেক কম ছিল, এখন তা অনেক বেড়েছে।’

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, চুয়াডাঙ্গা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ডুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।