নওগাঁয় কৃষকের বাজার উদ্বোধন

নিরাপদ খাদ্যের চাহিদা নিশ্চিতের লক্ষ্যে কৃষকদের উৎপাদিত বিষমুক্ত পণ্য বিক্রির জন্য নওগাঁ সদর উপজেলায় কৃষকের বাজার চালু করা হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা মোড় এলাকায় এ বাজারের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

কৃষি মন্ত্রণালয় ও কৃষি বিপণন অধিদফতরের সহযোগিতায় কৃষকের বাজার বসানোর ব্যবস্থা করেছে বক্তারপুর ইউনিয়ন পরিষদ। এ বাজারে প্রতিদিন কৃষকরা তাদের ক্ষেতে উৎপাদিত নিরাপদ শাকসবজি পাইকারি বিক্রির জন্য বসবেন। এর ফলে বাড়ির পাশেই কৃষকরা কৃষিপণ্য বিক্রি করতে পারায় তাদের সময় ও পরিবহন খরচ অনেকটাই বাঁচবে। পাইকারি সবজির বাজারের পাশাপাশি সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার সেখানে হাট বসবে। এ হাটে স্থানীয় জনগণ সতেজ ও নিরাপদ শাকসবজির পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।   

কৃষকের বাজার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার কামাল চঞ্চল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিন। অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

উদ্বোধনী দিনে কৃষকের বাজারে নিজের উৎপাদিত পটল, বেগুন ও ঢেঁড়শ বিক্রি করতে এসেছিলেন বক্তারপুর ইউনিয়নের মুক্তারপাড়া গ্রামের কৃষক আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘সবজি বিক্রির স্থায়ী কোনও পাইকারি বাজার না থাকায় এতদিন অনেক সমস্যা হতো। ক্ষেত থেকে সবজি তুলে নওগাঁ শহরের পাইকারি বাজারে বিক্রি করতে হতো। শহরে সবজি নিয়ে যেতে পরিবহন খরচ অনেক পড়ে যেত। এ ছাড়া সময়ও নষ্ট হতো। বাড়ির পাশে এই বাজার হওয়ায় সুবিধা হলো ‘

ইউপি চেয়ারম্যান সরওয়ার কামাল বলেন, ‘সবজি বিক্রির একটি পাইকারি বাজার বসানোর অনেক দিনের দাবি ছিল স্থানীয় কৃষকদের। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ইউনিয়নের চাকলা মোড়ে বাজারটি স্থাপন করা সম্ভব হয়েছে। এই বাজারটি যাতে স্থায়ী হয় সেজন্য ইউনিয়ন পরিষদ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।’