ক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৫নং ওয়ার্ডের আমগ্রাম শিবপুর সংলগ্ন দাসের বাড়ি রেলগেট পার হওয়ার সময় আসিরন নেছা (২৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এস আই) মনির হোসেন জানান, বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় আছিরনের সঙ্গে থাকা তার ছেলে আরিয়ন (৩) পায়ে ও মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হয়। আহত আরিয়নকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, ওই নারীর বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কাকদী গ্রামে। তার স্বামীর নাম টুটুল মৃধা। তিনি গত একমাস আগে উত্তর শিবপুর গ্রামে তার বাবা নাজিমুদ্দিন শেখের বাড়িতে এসে কবিরাজি চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় অসাবধানতাবশত গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন আসিরন।

এস আই মনির বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে রাজবাড়ি থেকে জিআরপি পুলিশ সদস্যরা আসছেন। তারা এসে মরদেহ ময়নাতদন্ত করবেন।’