ছিনতাই হওয়া ১০ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১

রাজবাড়ীর পাংশায় ১০ লাখ টাকা এবং একটি মোটরসাইকেলসহ খালিদ বিন ওয়ালিদ নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় পাংশা থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান।

গ্রেফতার খালিদ পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের আজিজুল মণ্ডলের ছেলে।

প্রেস ব্রিফিংয়ে জানা যায়, গত ১৬ অক্টোবর মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের ম্যানেজার দুলাল চক্রবর্তী অগ্রণী ব্যাংকের রাজবাড়ী শাখা থেকে ২৪ লাখ  টাকা তোলেন। তিনি ১৪ লাখ টাকা রাজবাড়ী শহরে নগদের একটি শাখায় জমা দিয়ে বাকি ১০ লাখ টাকা নিয়ে পাংশার উদ্দেশ্যে রওনা দেন। পথে পাংশা কলেজ মোড় এলাকায় পৌঁছালে রাজবাড়ী থেকে পিছু নেওয়া ছিনতাইকারীরা মোটরসাইকেলে এসে নগদের তার গতি রোধ করে ব্যাগ থাকা ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির মধ্যে দুই ছিনতাইকারী দুলালকে কিল-ঘুষি মারতে থাকে। পরে ছিনতাইকারীরা ধারালো ছোরা দিয়ে তার বাঁ হাতে ও বুকে আঘাত করে। এক পর্যায়ে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাসের চালক ছিনতাইয়ের বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। কাছাকাছি এলাকায় দায়িত্বরত কর্মরত পুলিশের এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ছুটে আসেন। তখন ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

পরে এসআই মিজানুর রহমান ঘটনাস্থল থেকে ১০ লাখ টাকা উদ্ধার এবং আহত ম্যানেজারকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে গত ১৮ অক্টোবর নগদের ম্যানেজার দুলাল চক্রবর্তী পাংশা থানায় বাদী হয়ে তিন জনকে আসামি করে মামলা দায়ের করেন। গত বুধবার (২৬ অক্টোবর) পাংশা পৌর এলাকার নারায়ণপুর থেকে মোটরসাইকেলসহ আসামি খালিদ বিন ওয়ালিদকে গ্রেফতার করে পাংশা থানা পুলিশ।

পাংশা থানার ওসি আরও বলেন, ‘আমরা ঘটনার দিনই ১০ লাখ টাকা উদ্ধার করেছি এবং পরে ছিনতাইয়ে ব্যবহৃত একটি লাল রঙের অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধারসহ একজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইকারী চক্রের বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।’