বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসহ আটক ২

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন রাস্তা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় কসমেটিকস বহন করা একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) কাইসার আহমেদ জানান, সকাল ৭টার দিকে পৌর শহরের পাওয়ার হাউজ সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন– সুনামগঞ্জ সদরের ফেনীবিল গ্রামের মৃত আবদুল বারির ছেলে কাভার্ডভ্যান চালক দুলাল (৩৫) এবং হবিগঞ্জের বাহুবল থানার চলিতাতলা গ্রামের খোরশেদ মিয়ার ছেলে শফিক মিয়া (২৭)।

ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) কাইসার আহমেদ জানান, চক্রটি কাভার্ডভ্যানে করে কয়েকটি কার্টনে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি কসমেটিকস সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রাজধানীতে নিয়ে যাচ্ছিল। সে সময় তাদের আটক করা হয়। এসব কসমেটিকসের আনুমানিক মূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা। পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করে।

আটকদের জিজ্ঞাসাবাদে তারা কসমেটিকসের কোনও কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদের শনিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।