সুন্দরবন দেখা হলো না মিন্টুর 

সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখতে খুলনার সোনাডাঙ্গা থেকে রওনা হয় একদল পর্যটক। রবিবার রাতে মোংলায় পৌঁছে সোমবার সকালে ট্রলারে বনের করমজল পর্যটন স্পটে যাচ্ছিলেন তারা। কিন্তু পর্যটন স্পটে পৌঁছানোর আগেই হঠাৎ মিন্টু কাজী (৪০) নামে এক পর্যটক অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিন্টু কাজী খুলনার সোনাডাঙ্গার দেলোয়ার কাজীর ছেলে।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীন বলেন, ‘হাসপাতালে আনার আগেই মিন্টুর মৃত্যু হয়েছে। প্রাথমিক নমুনা দেখে মনে হয়েছে, স্ট্রোকজনিত কারণেই তিনি মারা যান।’

মৃত মিন্টুর দুলাভাই মিলন বলেন, ‘একসঙ্গে সুন্দরবন দেখতে এসেছিলাম। সকালে যাওয়ার পথে প্রচণ্ড ঘেমে মিন্টু অসুস্থ হয়ে পড়ে। দুবার বমিও করে। পরে সুন্দরবন না দেখেই মিন্টুকে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ মিন্টুর চার বছরের এক মেয়ে রয়েছে বলেও জানান তিনি।

মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বলেন, ‘চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, স্ট্রোকের কারণে মিন্টুর মৃত্যু হয়। এ ছাড়া পরিবারের কোনও অভিযোগ না থাকায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। লাশ তার স্ত্রী ও দুলাভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এদিকে মিন্টুর মৃত্যুর খবরে তার সঙ্গে আসা বাকি ৩৪ জন পর্যটকদের কান্নায় হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।