৩১ হাজার কেজি ভেজাল গুড় ও চিনির সিরাপ জব্দ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পৃথক দুটি অভিযানে প্রায় ৩১ হাজার ২ কেজি ভেজাল গুড় ও চিনির সিরাপ জব্দ করেছে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতর নাটোর জেলা কার্যালয়। রবিবার রাত সাড়ে ১০টা থেকে এই অভিযান চালানো হয়।

জব্দ করা দ্রব্যের মধ্যে রয়েছে– ২৪ হাজার ৭০০ কেজি ভেজাল গুড় এবং ৬ হাজার ৫০০ কেজি ভেজাল চিনির সিরাপ।

নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পরিচালিত এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অ‌ধিকারের নাটোর জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মেহেদী হাসান তানভীর। অভিযানে নাটোর র‌্যাব সদস্যরা সহযোগিতা করেন।

ভ৭মেহেদী হাসান তানভীর জানান, অভিযানের সময় বাগাতিপাড়া উপজেলার খিতির মালঞ্চি এলাকায় মিজানুর গুড় ভান্ডারকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৩০ হাজার টাকা এবং বেগুনিয়া পাকা ইউনিয়ন এলাকার হোসনে আরা গুড় ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা ভেজাল গুড়, ভেজাল চিনির সিরাপ, ১০ কেজি চুন ও ৩ কেজি ফিটকিরি ধ্বংস করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।