নিখোঁজের চার দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

বগুড়ার গাবতলীতে নিখোঁজের চার দিন পর আরিফুল ইসলাম আরিফ (১৪) নামে এক কিশোরের পচন ধরা মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার পার রাণীরপাড়া গ্রামে বাড়ির কাছের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাবতলী থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, লাশে পোকা ধরায় আরিফকে কীভাবে হত্যা করা হয়েছে বোঝা যাচ্ছে না। এ ছাড়া তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা সম্ভব হয়নি।

পুলিশ, এলাকাবাসী ও স্বজনরা জানান, আরিফ পার রাণীরপাড়া গ্রামের ভ্যানচালক আবদুল জলিলের ছেলে। দরিদ্র বাবাকে সহযোগিতা করতে আরিফ মাঝে মাঝে ভ্যান চালাতো। গত ২৮ অক্টোবর বিকালে সে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। স্বজনরা খোঁজ করেও তার সন্ধান পাননি। ৩১ অক্টোবর গাবতলী থানায় জিডি করা হয়। নিখোঁজের ব্যাপারে মাইকিং করা হয়েছে। মঙ্গলবার বিকালে গ্রামের লোকজন গ্রামের কাতলাহার বিলের পূর্ব পাশে ধানক্ষেতে পচন ধরা একটি মরদেহ দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ও স্বজনরা ছুটে এসে আরিফের মরদেহ শনাক্ত করেন। সন্ধ্যার দিকে গাবতলী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

গাবতলী থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান, তাৎক্ষণিকভাবে ওই কিশোরকে হত্যার কারণ জানা যায়নি। পরিবারের সদস্যরাও ঠিকমতো কিছু বলতে পারছেন না। ২-৩ দিন আগে হত্যা করায় লাশে পচন ধরেছে। এ ব্যাপারে নিহতের বাবা আবদুল জলিল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।