লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নে ভোট চলছে

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১০টি ভোট কেন্দ্রের ৬৫টি বুথে ভোট শুরু হয়। 

জানা গেছে, চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত এসএম আশরাফুল হক, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত একরামুল হক, প্রয়াত চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন ঘোড়া প্রতীক এবং আব্দুল মান্নান ওরফে মোন্নাফ মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কোথাও কোনও গোলযোগের খবর পাইনি।’

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও বড়বাড়ি ইউনিয়ন উপনির্বাচনের রিটার্নিং অফিসার আজাদুল হেলাল বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য মোট ১০টি ভোটকেন্দ্রে ৬৫টি বুথে ৬৫টি ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনও অভিযোগ পাওয়া যায়নি।’  

উল্লেখ্য, চলতি বছরের গত ১১ আগস্ট বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এরপর নির্বাচন কমিশন বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।