নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বরিশাল বিএনপির সংবাদ সম্মেলন

বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বরিশাল বিএনপি। বুধবার (২ নভেম্বর) দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হামলা এবং ৪ ও ৫ নভেম্বর পরিবহন ধর্মঘট কোনোভাবেই ৫ নভেম্বর বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে পারবে না। যেকোনও মূল্যে গণসমাবেশ মহাসমাবেশে পরিণত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণকালে বরিশালের বানারীপাড়া, উজিরপুর ও বাকেরগঞ্জে হামলা চালিয়েছে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এতে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। সরকারি দল ও প্রশাসনের দমন-নীপিড়নে গৌরনদী ও আগৈলঝাড়ায় কোনও নেতাকর্মী বাড়িতে বসবাস করতে পারছেন না। শাসক দলের নির্যাতন এতটা বৃদ্ধি পেয়েছে যে বেশির ভাগ নেতাকর্মী বর্তমানে এলাকার বাইরে বসবাস করছেন। প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাটের মোড়ে মোড়ে চৌকি বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– বরিশাল বিভাগীয় গণসমাবেশের সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হাসান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব ‍উন খান সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চান ও মেজবাহ উদ্দিন ফরহাদসহ অন্যরা।